দিন দিন আমি খুন হয়ে যাচ্ছি
রং সাইডের অদ্ভুত প্রেমের  ঝরো  বৃষ্টিতে।


বৃষ্টির জলে ধুয়েছে আমার কত কিছু,
মন ভালো ছিলো আমার অনেকদিন,
একদিন বৃষ্টি ধুয়েছে  আমার “ভালো মন”,
তারপর আর ভালো নেই আমি,
মন আমার আহত কালপুরুষ হয়ে
ঝুলে আছে আকাশে।


ছায়াও প্রতারণা করে চলে গেছে অন্যের কাছে,
কাঙাল  দরবেশ এর মত নিজেকে খুজি,
বৃষ্টি ধুয়েছে আমাকে ইচ্ছেমত
তাই “না” মানুষ হয়ে গেছি একদিন।


বৃষ্টি শুধু ধুয়ে দেয় না আমার অস্থিরতা,
যত কষ্ট গায়ে লেগে আছে জন্ম অবধি,
বৃষ্টির জলে তাপের জন্য তীব্র ভাবে
আঁকড়ে ধরে আমাকে আমারই অস্থিরতা।


কবেকার না দেখা এক অদ্ভুত প্রেম
রং সাইডে এসে তীব্র গতিতে
আমাকে আহত করেছে, রক্তাক্ত করেছে,
এতো বৃষ্টি ঝরে,  তবুও রক্ত ধুয়ে দেয়না।


বৃষ্টির ভয়ে লুকিয়ে থাকি
সাতভাই চম্পার গোপন কুটিরে
তবুও রংসাইডের অদ্ভুত প্রেম
বার বার আমাকে আহত করে,
আর বুকের মাঝের খুনি  বৃষ্টি
আমার সুখকে খুন করে খুব গোপনে।
----------------------------------------------
জি, এম, হারুন অর রশিদ
১০/০৭/২০১৭