শাহেদ তুই ফিরে আয়,
সবাই পালিয়ে যাক
অন্তত তুই ফিরে আয়।
শাহেদ তুই পাশে থাকলে
আমি অনায়াসে করে ফেলি সব কিছু
অজস্র মানুষের ভিড় ঠেলে
বাসে উঠতে পারি,
দীর্ঘ লাইনে দাড়িয়ে ও
ট্রেনের টিকেট ঠিকই পেয়ে যাই,
চাকুরীর ইন্টারভিউতে
সব প্রশ্নের উত্তর দিয়ে দেই,
বাজারে সস্তায় পেয়ে যাই টাটকা মাছ,
গভীর রাতে পূর্ণিমায় চাঁদ দেখতে
রাস্তায় নামতে পারি নির্ভয়ে,
পকেটে টাকা ছাড়া সারা
শহরে হাটতে পারি সারাদিন,
ক্ষিধে পেটেও হাসতে পারি মন খুলে।


শাহেদ তুই ফিরে আয়
সবাই পালিয়ে যাক
অন্তত তুই ফিরে আয়।
তুই পাশে থাকলে
আমি আমার বিষন্নতা ছুটি দিয়ে দেই মূহুর্তে,
শহরের সবচেয়ে সুন্দরী নারীও
আমার দিকে তাকায় ভালোবেসে ,
অবহেলা করার দু:সাহস দেখাই
নারীদের গোপন আহব্বান,
রাস্তায় সবচেয়ে ক্ষমতাবান পুলিশও
আমাকে দেখে ভালোবেসে সালাম ঠুকে হাসি মুখে,
পরকীয়া দুরে ঠেলে নির্ধিদ্বায় স্বামী স্ত্রী
পরস্পরকে প্রিয়তমা বলতে পারে,
সন্তান নিঃশ্চিন্তে পিতা মাতার কোলে ঘুমোয়,
রাজনৈতিক নেতাগন সত্যি কথা বলা শুরু করেন,
পৃথিবীর অস্ত্র কারখানাগুলো
বন্ধ হয়ে যায় ক্রেতার অভাবে।


শাহেদ তুই ফিরে আয়
সবাই পালিয়ে যাক
অন্তত তুই ফিরে আয়।
তুই পাশে থাকলে
আমি সত্য জেনে ফেলি সব ,
ঈশ্বর মানুষ সৃষ্টি করেছে
তার প্রশংসা করার জন্য,
ঈশ্বর না চাইলে পৃথিবীতে কিছু হয় না,
পৃথিবীর সমস্ত ধর্ম বর্ন ঈশ্বরেরই চাওয়া,
আমাদের সবার ভাগ্যই পূর্ব নির্ধারিত,
পৃথিবীর সব মানুষ
একই পিতা মাতা হতে আগত,
আমার বাপ দাদারা পেশা ছিলো
মাটির সাথে সম্পর্কিত ,
আমাদের বাবা মা একবেলা খেয়ে না খেয়ে
আমাদের বড় করেছেন,
আমরা সবাই বড় হই
কিন্ত্তু সবাই মানুষ হই না।


শাহেদ তুই ফিরে আয়
সবাই পালিয়ে যাক
অন্তত তুই ফিরে আয়।
তুই পাশে থাকলে আমি ভুল স্বীকার করি অবলীলায়,
তুই পাশে থাকলে বিশ্বাসটুকু ফিরে পাই,
তুই পাশে থাকলেই মানুষ হয়ে যাই,


শাহেদ তুই আর আমি যে একজনই
শুধু আয়নায় নিজেকে দেখা।
_____________________
রশিদ হারুন
১৫/০৪/২০১৮