অবশেষে দেখা হয়ে গেল পথে। বিকেল শেষে তখন,
কাকডাকা-সন্ধার হাতছানি
চারদিকে ভাবগম্ভীর-আঁধার
শুনশান নিরবতায় দাড়িয়ে তুমি এক সোনালী-হরিণী।


শারদীয়-প্রেম অভিমান ভুলে আঁকড়ে ধরেছে মনে
কামনার সমুদ্রে হিংস্র-বাসনা
অনুভব জুড়ে স্নিগ্ধ-অনুভূতি
অনুরাগের উষ্ণস্পর্শে মরুর মরীচিকায় চাতকী-যৌবতী।