বন্ধু সেখানে আমি ছিলাম যেখানে তুমি গিয়েছ
হয়তবা আমাকে নয় অজান্তেই আমার গন্ধ পেয়েছ
হয়ত বাতাশে নতুবা মেঘের জলে ভেসে
হতে পার এক হয়ে মোহানায় গেছি মিশে
বন্ধু তোমার পৃথিবী ঘুরে এসেছি সৃষ্টির প্রতি বাঁকে
হয়তবা ভাবনা নয় তোমার হ্রদকম্পন বেজেছে মোর বুকে
হয়ত তোমার উল্লাসে নতুবা বিষম দুংখে
হতে পারে পড়ে নিয়েছি তোমাকে আমার দুচোখে
বন্ধু কুড়িয়ে রেখেছি যতনে যেটা ফেলে এসেছ
তোমার ছন্দে হয়তো আমি অস্পষ্ট তবুও অনুভূতি ছুয়েছ
দিগন্তের নীলাভা ছিটিয়ে রেখেছি মনের প্রতি প্রান্তে
হয়ত গৌধুলির লাবণ্যে আসবে হেঁটে আমার জীবন সিমান্তে
হতেই পারে চাঁদ গলে যাবে আঁধারের বাঁকে
আঁধারও বিভাজ্য হবে সূর্যের প্রভা মেখে
ততক্ষনে দাগ লেগে যাবে হ্নদয়ের  আঙ্গিনায়
বন্ধু তবুও বন্ধু তুমি আমার শিরা উপশিরায়.....


১৬ই জানুয়ারী, ২০১৬
বৈকাল