আসরের সকল কবি/লেখক এবং  কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ আপনারা একটু ভাবুন যাতে সম্মিলিত ভাবে নিম্ন লিখিত বিষয়ের উপর কিছু করা যায় কিনা।
১) মাসিক বা ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ (কবিতা/গল্প বা অন্যান্য বিষয়, ছাপা এবং PDF দু ভাবেই)।
২) কবিতার বই (ছাপা এবং PDF দু ভাবেই)।
৩) পরবর্তী কালে কোলকাতা বইমেলা বা ওই ধরনের কোথাও সেগুলি প্রকাশ করা।
আপনাদের মধ্যে অনেকের এই বিষয় ভাল অভিজ্ঞতা আছে বলে আমার মনে হয়।
কিছুদিন আগেই আপনারা একটি পত্রিকা “উৎসবে মাতি” প্রকাশ করেছেন এবং সেটা ভীষণ প্রশংসিত হয়েছে।ইন্টারনেটের মাধ্যমে অনেকে পড়েছে, তাদের ভাল লেগেছে।
সব থেকে ভাল হয় আপনারা এই ধরনের বিষয়ের উপর নিজেদের মধ্যথেকেই একটি বিশেষজ্ঞ কমিটি বা প্যানেল গঠন করেন। তারাই পুরো বিষয়টা পরিচালনা বা মনিটরিং করবে(লেখা বাছাই/প্রুফ রিডিং খুব গুরুত্বপূর্ণ)।
এতে যা খরচা হবে আগ্রহী কবি/লেখক তা বহন করবে বা বিজ্ঞাপন সংগ্রহ করা যেতে পারে।
আপনাদের সুচিন্তিত মতামত একান্ত কাম্য।