সবাই হাসছে,
পাহাড় নদী বনানী পাখ পাখালি
হাসো মন খুলে , বাঁচো প্রাণ ভরে
যে ফুল আজ ফুটেছে ডালে
কাল তো ঝরে যাবেই
ফুল ঝরার ব্যাথা বুকে চেপেও
বৃক্ষ রাজী  হাসছে
জোয়ারের জ্বলে ডুবু ডুবু নদী
যেনো সদ্য যৌবন প্রাপ্ত
ভাটায় আবার তলানিতে
এ খেলায় নদী অভ্যস্ত হয়ে হাসে
অসংখ্য পাথর বুকে চেপে
হাজার বছর অতিক্রান্ত করেও
বুক উঁচু করে হাসছে পাহাড়
এক ফাগুনের আয়ু জেনেও
পাখিরা গান  বন্ধ করেনি তো!
তারা নিত্য গেয়ে যায় ,হেসে যায়
রাতের আকাশে লক্ষ তারা
কয়েক আলোকবর্ষ দূরে
একান্তে একাই হেসে চলেছে
চেয়ে দেখ সবাই হাসছে
তুমিও হাসো প্রাণ খুলে
অনেক কিছু না পাওয়া ভুলে
ব্যাথা বেদনা গোপন করে
যেটুকু পেয়েছ তাতেই বুঁদ হয়ে
ডুবে যাও হাসির সমুদ্রে।