পাতালপুরে অতল গহ্বরে
মহা সমুদ্রে দিক হারিয়ে
অন্ধকার অমাবস্যার রাতে
প্রকাশ্য দিবালোকে
স্থান কাল পাত্র কেউ না
কেউ আটকাতে পারবেনা
তোমার সাক্ষাৎ অনিবার্য
তুমি কথা দিয়ে ছিলে
তবু লুকোচুরি চলে অবিরাম
পথভোলা  দিক বিদিক  হয়ে
সবুজ বন ভূমিতে হারিয়ে
আবার ফিরে এসেছি
সূর্য গ্রহণের সময়
তোমার পিছনে লুকিয়ে
মুহূর্তে ধরা খেয়েছি
একবার মেশবালকের সাথে
পাহাড়ের ওপর
ঘাপটি মেরে বসেছিলাম
তুমি বৃষ্ঠির ফোঁটা হয়ে
আমাকে ছুঁয়ে নিলে
লক্ষ মানুষের ভিড়ে
মানব মিছিলে পায়ে পা মিলিয়ে
হারিয়ে যেতে চেয়েছিলাম
থর মরুভূমিতে
মরীচিকা হয়ে
ধোঁকা দিতে চেয়েছিলাম
আমার নিঃসঙ্গতায় সঙ্গ দিয়ে
তুমি বার বার ধরে নিয়েছো
তুমি কথা দিয়ে ছিলে
তুমি কথা রেখেছিলে