ভীষণ মায়াবী আঁখি, কিছুটা হিংস্র বটে
তাঁর দৃষ্টির আঘাতে কুপোকাত
দাড়ি কমা অনুসরণে পালক পড়ে
প্রতিটি পদক্ষেপ যেনো শিকারী বাঘ
গভীর ঝিলের ন্যায় তারা রন্ধ্র
নীল জাদুকরী, আকাশের মতোই
চোখের পাপড়ি যেনো ময়ূর পালক
কখনই সে চোখে ,চোখ রাখতে পারিনি
যেনো হত্যা করতে চায় আমায়
সারা শরীরে শিহরন অনুভূতি হয়
একবার শুধু একবার সাহস করে
খোলা চোখে দৃষ্টি দিয়েছিলাম আমি
আমি  জ্ঞানহীন নেশাতুর
কিছুটা কল্পনার রাজ্যে  গিয়েছিলাম
একরাশ মায়া ভরা শান্ত দীঘি
আমি ডুবে যেতে চাই অতলে বিভোর হয়ে
জিবনবায়ুর গমনের পরেও
আত্মা নেশামুক্ত হতে পারবে না
নেশাগ্রস্থ চিরকাল