যান্ত্রিক এই সভ্যতার ভরপুর বিকাশ
ধোঁয়া ধূলায় ভরা আবছা আকাশ।
চেষো খাল হয়েছে নিকাশি নালা
নাট্য মঞ্চ-থিয়েটারে পড়েছে তালা।
তবু প্রতি বছরের মতো শরৎ আসে,
আকাশের বুকে সাদা মেঘ ভাসে।
কিন্তু আগমনের প্রতিক্ষায়, দিবস ও রজনী
মাস যায় বছর যায়, তবু সে-তো আসেনি।


পোস্টকার্ড বিলুপ্ত আজ,চিঠি-পত্রের বালাই নাই
ই-মেল আর টেক্সট ম্যাসেজেই কাজ টা মিটে যায়। ফিল্ম রোল ক্যামেরা গুলো বন্দি জাদুঘরে,
ছবি তোলা, গান শোনা, মোবাইল-ই সব করে।
তবু আগের মতই আজও গাং-এ বান আসে
অলির কথা শুনে আজও বকুল হাসে।
কিন্তু আগমনের প্রতিক্ষায়, দিবস ও রজনী
মাস যায় বছর যায়, তবু সে-তো আসেনি।


গ্রামের গলিপথ  সড়ক হয়েছে
দূর. শহরের সাথে মিশে গিয়েছে,
কুটির আর পড়েনা চোখে, চারিদিক পাকা বাড়ী
ট্রাক-ট্যাক্সি চলছে পথে, হারিয়েছে গরুর গাড়ী।
পরিযায়ী পাখী গুলো  প্রতি বছরের মত,
বুড়ো বটগাছটায় বসে, নাম না জানা কত।
কিন্তু আগমনের প্রতিক্ষায়, দিবস ও রজনী
মাস যায় বছর যায়, তবু সে-তো আসেনি