আকাশের বুকে ঝুলে আছে, এক ফালি মায়াবী চাঁদ
একটু একটু করে লুকিয়ে যাচ্ছে-
গহীন মেঘের অন্তরালে,
আমি নই কবি, নই আমি শিল্পী-
তবুও নির্ঘুম রাত জেগে, এখনও বসে থাকি একা ।

স্বপ্নরা সব হারিয়ে যায়, কঠিন বাস্তবের অন্তরালে
স্বপ্নরা যেন, বিষাক্ত সাপের মত -
ছোবল মারে আমায় বার বার.....!
তাই আজ আর, স্বপ্ন দেখা হয়না
শুধু অপেক্ষায় বসে থাকি -
একটি আলোকোজ্জ্বল সোনালি ভোর আসবে বলে।

প্রতিটি নিঃসঙ্গ রাত, একা জেগে থাকি
হয়তো ! কোনদিন আর রাত জাগা হবে না,
আমার পৃথিবী টাই হয়ে যাবে, এক অন্ধকার রূপ ।

দেখা হবে না হয়তো আর !
নব সূর্যের আলোয়, আলোকিত সোনালি সকাল,
শুনতে পাবোনা হয়তো, ভোরের পাখির গুঞ্জন ।

পথের দিশা হারিয়ে, আবার হয়তো খোঁজে নেবো অন্য পথ
আবার নতুন করে, রাত জাগা হবেনা আর.....!

সব মায়ার বাঁধন ছিন্ন করে
চলে যাবো, হয়তো একদিন.......!
ঘুমিয়ে যাবো গহীন অন্ধকার পৃথিবীর বুকে,
জাগা হবে না আর যন্ত্রণাময় নির্ঘুম রাত ।