যেই আল্লা ,     সেই হলো রাম।
এক আত্মা,     ভিন্ন তার নাম।
কতো জ্ঞনী,     কতো গুনি,
কতো রাজা,    কতো রানী,
            এই কথা গেছে সবে বলে।
কলি যুগে,     ভুল যোগে,
আনাচারে      আভিযোগে,
            এই কথা গেলো সবে ভুলে।
              চারিদিকে দন্ধ মারামারি,
             জাত নিয়ে লড়ে নরনাড়ী।
মস্ জিত      ,রাম গীত,
কার হার,       কার জিত,
            দুই জাতি চলে রেষারেষি।
আমি ঠিক,     এই দিক,
প্রাণ দেবে      এ অভিক
           সবে বলে আমি নয় দোষী।
          দোষী নয় রাজা ক্রেতা নেতা।
           দোষী হলো ব্রহ্মা সৃষ্টিদাতা।
সাদা কালো    , চর্মগুলো,
নিয়ে এলো      দন্ধ গুলো।
           ঝড়ে রক্ত নদী হয় লাল,
প৺চে দেহ,      মায়াস্নেহ,
কেউ নয়,       কারো কেহ,
           হয়ে গেছে সব বেসামাল।
          চিনিবারে নাহি আসে কেহ,
         ধীরে ধীরে গলে প৺চে দেহ।
কোথা আল্লা,     দাও জেল্লা,
কোথা রাম,      ভাঙ্গে কেল্লা।
            নেমে এসো পৃথিবীর মাঝে,
যদি পারো,     বিশ্বঘরো,
জাতি বর্ণ ,      লুপ্ত করো,
         বিশ্ববাসী শান্তি শুধু খো৺জে।
সাক্ষ দাত্ত,      যার নাম রাম,
সেই আল্লা,      ভিন্ন তার নাম ।
------------০------------