হয়ে দিক ভ্রান্ত
আমি ক্লান্ত।
    বন্ধু,
সঠিক পথ বলো?
কোথায় আলো।
আধা৺র,  শুধুই আধা৺র,
হেরি কেবলি অন্ধকার।


চারিধারে দেখি,
নিরালংকৃত সমাজ,
স্বল্প বসনে হয়েছে হাজির
সভ্য মানুষ আজ।


যেদিকে যাই,
যেদিকে তাকাই
মেকি,সবি
সুপরিকল্পত মেকি।
সত্ত ,সেকি?
আমি বসেছি ভুলতে,
চক্রবালের পানে চলতে চলতে।


=======000========