এক অদৃশ্য
এক্সরশ্মি,
কর্মের ক্ষমতাটাকে
দংশন করেছে।
বিষ ঢেলে দিয়েছে
কর্মের অনু পরমানুতে।
কিছু বোঝার আগেই,
কর্মের মৃত্যু ঘঠেছে।
আর করেমির
নেশাটা,
ড্রাগের মত শরীরটাকে
অকেজো করে দিয়েছে।
হতাশার নাগপাসে
সর্বনাসশর গন্ডি।
এই সবকিছু,
না বোঝার মত
আবুঝ আমি নই।
অথচ লোভের
হাতছানিকে,
এড়িয়ে যাব,
মনের এই দুর্বলতা,
রয়েই গেছে।
তাই স্বপ্নের
রাজপ্রাসাদে,
মিলনের পালঙ্কে
শািয়িত রাজকন্যার
বিবসনা দেহটা,
ম্যাগনেটের মত
নিয়ে যায়,
অমৃতের সন্ধানে।
রসিক মরীচিকা,
বিদ্রুপের খোরাক
বানিয়ে চলেছে এ-ভাবে।
ড্রাগের নেশার চেয়ে তীব্র,
কামের নেশা,
বরুণের ন্যায় প্রবল,
তার তেজ।
এই নেশা পান্ডুকে
বাধ্য করেছিলো
মরনের পথে যেতে।
মহিষাশুর,
সেও কামের নেশায়
মগ্ন হয়ে,
মৃত্যুকে জয় করতে পারেনি।
জীবণের বেশির ভাগ সময়
কেটে য়ায়,
অনাবৃত দেহের লোভে।
বেডরুমের স্বপ্নে।


====0====