আমি বুকভরা ভালোবাসা,
অবলম্বন করে তোমার দিকে,
দুটি প্রেমপূর্ন হস্ত,
প্রসারিত করে দিয়েছিলাম।
ভেবেছিলাম তুমি ধরাদেবে,
দুটি বাহুর মাঝে।
কিন্তু না, আমার ভাবনা
আর বাস্তব দুটি সম্পূর্ন বীপরিত।
তুমি ফিরিয়ে দিলে আমায়।
ফিরিয়ে দিলে,
আমার সাধনাকে।
মনের কল্পনাকে।
স্বপ্নের বিশ্বাসকে।
তুমি আমার কাছে
শীতের মেঘলাকাশে
এক ফালি রোদ।
যাকে দেহের,
সমস্ত অনুভুতি দিয়ে
আদর করতে ইচ্ছে করে।
ভালোবাসতে ইচ্ছে করে।
আমার ইচ্ছেটা,
সামুদ্রিক ঝিনুকের মতো।
যে ঝিনুক ভালোবাসতে চেয়েছিলো,
বিশাল সমুদ্রকে।
সমুদ্র তাকে দিয়েছিলো
বিদ্রুপের বালি।
সমুদ্রের বিদ্রুপের বালি,
আর ঝিনুকের
যন্রনার লালা,
তৈরী করেছিলো মুক্ত।
তোমার বিদ্রুপের বালি,
আমার ভালোবাসার যন্রনা,
মুক্ত গরতে না পারলেও,
সেই বিদ্রুপকে
আমি ভালোবেসে যাব।
আমি জানি,
ভালোবাসা কখনো
অন্যায় হতে পারেনা।
======0=========