মেঘ যায় আসে,
          থাকেনা নাসে ঘরে।
সব জেনে দ্যাথা পাই,
          ভালোবেসে তারে।
কুহেলিকার মায়াজাল,
          মরীচিকার পালঙ্ক।
তবু তারে ভালোবাসি,
          নেই তাতে কলঙ্ক।
ভালোবাসা তোমার কাছে,
          হয়ত ছিলো দীন।
শুরুতেই থামিয়ে দিলে,
          প্রেম সাপুরের বীণ।
বীণ থেমেছে, মোন থামেনি
          গুমরে কা৺দে প্রন।
স্বপ্নের ঘরে ওঠে ঝড়,
         সব অবসান।
দুর হতে দেখি তাই,
          মোন ওঠে ভরে।
এইটুকু সুখ মোর,
          তাও নেবে কেরে।
ভঙ্গুর সমাধি পারে,
          বসে থাকি একাকি,
কেউ নেই পাসে মোর,
          আছে শুধু জোনাকি।
=======0========