বাতাসে বাতাসে ভীষন বিবাদ,
                        ফলে।
          পৃথিবী উঠলো দুলে।
শুরু হয়ে গেলো রক্ত হীম করা
                          ঝড়।
          ধরা কা৺পে থরথর।
পলাশী মামুলী কুরুক্ষেত্র যায়
                         হেরে।
          চাবুক চলেছে নেরে।
চাবুকের ঘায়ে মর্তে ত্রহি ত্রহি
                        রব।
          চর্তুদিকে প৺চা শব।
মাতাল বাতাস শনেনা ক্রন্দন
                        ধ্বণী।
          চলেছে চাবুক হানি।
নগ্ন অন্ধযুদ্ব্য জয়ের সাহায্য
                      পেতে।
          এক জন আনে শীতে।
অপর বাতাস করে বারি
                       শৃষ্টি।
          নেমে এলো ধ্বংশবৃষ্টি।
ঝড় বৃষ্টি শীতে ভয়াভও মর্ত
                        রুপ।
          সারা বিশ্ব অন্ধ্য কুপ।



ডাকে এক দেবসভা দেবরাজ
                         ইন্দ্র।
          থাকে সব কাজ বন্ধ্য।
ইন্দ্র বলে, বজ্র, বিদুৎ এগিয়ে
                        যাও।
          শৃঘ্র লড়াই থামাও।
বিদুৎ এগিয়ে যায় তরবারি
                      হাতে,
          যুদ্ধ্য বাতাসের সাথে।
বিদুৎতের পরাজয় বজ্র হানে
                        শর।
          যুদ্ব্য হয় ভংঙ্কর।
থামতে চায়না কোন পক্ষ যুদ্বু
                        বারে।
          মানুষ কেবল মরে।


দর্শনে নারদ যুদ্ব্যর কি প্রতি
                      ক্রিয়া,
          চমকে উঠলোহিয়া।
নদ নদী সব উঠলো ভীষণ
                     খেঁপে।
          মেদিনী উঠলো কঁপে।
তপন লুকায় বাঁচাতে আপন
                      জান।
          লাজে বিক্ষ দেয় প্রাণ।



নারদ পাঠায় খবর ইন্দের
                    দ্বারে।
          ইন্দ্র হাত রাখে শীরে।
ইন্দ্র বলে,মর্ত বাঁচাও হে প্রন
                         নাথ।  
          ছুটে আসে বিশ্বনাথ।
ইন্দ্রবিশ্বের তেজে শান্ত হয়
               দন্ধ্য।
        ইন্দ্র বলে এটা মন্দ।
তোমাদের এই বুদ্ধিহীনতার
            ফলে,
      মর্ত যেত রসাতলে।
পৃথিবীর বুকে হোত অপুরণ
            ক্ষতি।
     ধ্বংশ হোত নর জাতি।
যদিনা মানুষ থাকে দেবতা কি
            নামে?
     আলু বেগুনের দামে,
বেচাকেনা হবে,কেউ বলবেনা
            প্রভু।
     মানুষ মেরোনা কভু।
মানুষ বাঁচিয়ে যা ইচ্ছে করতে
            পারো।
      তবেই আমরা বড়।
স্বর্গিয় আরাম হারালে ভীষন
            কষ্ঠ।
      প্রভুত্ব করাই শেষ্ঠ।


======0========