মায়ের ডাকে
যেতেই হবে,
     বাঁধা যতই থাক।
মায়ের তরে
এ দেহ মরে,
     যাবে যায়তো যাক।


দামোদরেতে
বান ডেকেছে,
     বিশাল উচুঁ ঢেউ।
তবু সে যাবে
চেঁচিয়ে ডাকে।
     মাঝি নেইতো কেউ।


নেইতো মাঝি
তবুসে রাজি,
     সাতরে হবে পার।
ঝাপিয়ে পরে
উত্তাল ঝড়ে,
     মানবে নাসে হার।


দুর্যোগ রাতে
কেউকি থাকে।
     মৃত্যু সবার ভয়।
বীর যে জন
জেতার পন,
      সহজে করে জয়।


ওঠে ওপার
সাহসে তার,
     হারলো দামোদর।
ছুটলো জরে
মায়ের তরে,
     পৌঁছে গেলো ঘর।


ঘরেতে গেলে,
মাতা সুধালে
     কেমন করে এলে।
ছেলের কথা
শ্রবনে মাতা,
     বলে পাগল ছেলে।


অন্তর শক্ত
মায়ের ভক্ত,
     জানো,কে এই ছেলে।
মরন জলে
সাতরে চলে,
    মকে দেখবে বলে।


নেইকো মনে
নাউনা জেনে,
     করোনা কেউ সোর।
সবাই কহো
প্রনাম লহো,
     প্রিয় বিদ্যাসাগর।


======0=====