সব চুপ।          
   কি ব্যপার,
কোথায় গেলো তারা।
  বছর আগে,
  ঘোর বিপাকে,
চেঁচিয়ে উঠেছিলো যারা!
  উঠেছিলো চেঁচিয়ে,
  সমাজকে দেখিয়ে।
  আমরা চাই তা,
যা আমাদের অধিকার।
   অধিক পাওনা,
   আমরা চাইনা।
আজ, কোথায় গেলো,
সেই সব দাবিদার?
    তবে কি----!
      সব দাবি
    হয়েছে পূরন!
যার জন্যে লড়েছিলো
    জীবন মরণ।
   কে জানে,
   হয়ত হবে।
নয়ত আর কোথা যাবে।
        যাক,
   যদি সব চাওয়া,
   হয় পাওয়া।
তবেতো খুব ভালো।
        কেননা,
   তারাই দেখালো,
"এগিয়ে চলো না পেয়ে ভয়,
একদিন হবেই তোমার জয়"।


কি আর করা,
     যাই ফিরে,
এসেছিলাম আসা করে,
যদি,
কারো সাথে হতো দেখা।
তবে বারতো আমার লেখা।


হঠাৎ দেখি,
    নির্জন গায়ে,
এক বৃদ্বা
   আসছে ধীর পায়ে।
আমি তার সামনে গেলাম।
   গিয়ে সুধালাম,
আচ্ছা বলতে পারেন,
চিনু,নিতাই,কানাই,হরেন---
এরা সব কোথায় গেলো?
আধিকারের দাবি নিয়ে,
     এরা মেতেছিলো।


বৃদ্ব্যা বলে,
     আরে পাগল,
এরা করবে দাবি দখল।
      হয়েছে তাহলে।
আরে ভাই,সব দাবিদার
      গ্রাম থেকে গেছে চলে।
জান ভাই,আমরা সবাই,
     হয়ে গেছি ভীরু।
মুখেই দেখাই সাহস,
    অন্তরে দুরুদুরু।
চিনু,নিতাই,কানাই,হরেন,
      এদের নেতা বরেণ।
তাকে জমিদার নিলো কিনে।
টাকার পোটলা দিয়ে,
পাঠিয়ে দিলো অন্যখানে।
আর বাকিদের করতে জব্দ,
করলোনা জমিদার একটিও শব্দ।
কেবল বেছে বেছে
বিহার থেকে,
আনলো গুন্ডার দল।
তাতেই জমিদার পেলো সুফল।
ছেলে বৌ নিয়ে,
     পালালো যে যার।
তাইতো পাড়ায় ,
     এই হাহাকার।
=====0=======
বিঃ দ্রঃ-
এটি একটি কাল্পনিক মাত্র।
বিল্পব কখনো ব্যার্থ হয়না।বিল্পবের দ্বারাই
পাওয়া যায় অধিকার।
তাই বিল্পব চলছে চলবে।