গৈরিক বসন অঙ্গে, হস্তে কমন্ডুল।
গলে রুদ্রাক্ষের মালা, শীরে জটা চুল।।
ভিক্ষাপাত্র হস্তে, কহিছে গম্ভীর স্বরে।
ক্ষুদ্রর্তকে দেহ অন্ন, কে আছো কুঠিরে।।
রঘুপতি লাগি ব্যাপিৃত, জানকী মন।
ভাবিছে দুহু বিজয়, আসিবে কখন।।
অতিথি বৎসল, রঘুপত্নি তড়িঘড়ি।
বাহির হইয়া আসে, অন্নপাত্র ধরি।।
মুনি কহে, এসো দেবী গন্ডির বাহিরে।
তৃপ্তি লাভ করি, তব ঔদার্য আহারে।।
সীতা কহে, তাপস্বী, কূঠিরে আমি একা।
কাটিয়া গিয়াছে দেবর, গন্ডির রেখা।
ক্ষনিক অপেক্ষা করুন, যাইব আমি।
বন হতে ফিরিয়া আসিলে মোর স্বামী।।


========0==========