অর্থের সুসজ্জিত জেলে,
          বিদ্যে হলো বন্ধি।
নিপুণ বুদ্ধিমত্তার চালে,
          অর্থ এটেছে ফন্দি।
রত্নখঁচিত অলংঙ্কারে,
          বিদ্যে গিয়েছে ঢেকে।
বিদ্যের দুরত্ব গেছে বেড়ে,
          কে রুখবে তাকে।
বিদ্যে মেখেছে সারা অঙ্গে,
          অহংকারের ছাই।
আপস করেছে অর্থের সঙ্গে,
          সে যা বলবে তাই।
অশ্রু ভেজা শৃর্ন মেঠোদ্বারে,
         নেই কনো যুক্তি।
অরুচিকর দারিদ্রের ভারে,
          বিদ্যে চাইছে মুক্তি।
রেশমি বোনা শ্বেত ওড়নায়,
         বিদ্যে ঘেরা দেয়াল।
বিদ্যে হাসে অর্থ আয়নায়,
          হলে তার খেয়াল।


======0==========