মিছে চড়াই ,      এত বড়াই,
     বলে কোকিল ছানা।
অট্টালিকায়,     জীবণ যায়,
     সব খবরি জানা।
ঝড় বাদলে,     যায়না হেলে,
     আছে তোদের জকি,
পোশাক পরে,     বেরাস ঘুরে,
     সুন্দর খুব দেখি।
রাজ খাবার,       তোর নেবার,
     হুকুম আছে নাকি।
আছিস সুখে,     মানবো তোকে,
     জীবণ তোর লাকি।
তবুও তোরা,     পরনির্ভরা,
     আমি বলছি ঠিকি।
বুঝবি যবে,       একটু ভেবে,
     সুখে মোরাই থাকি।
পাতায় ঘিড়ে,     আপন নীড়ে,
     এই দেহটা ঢাকি।
খাবার চেয়ে,     পরের পায়ে,
     তেল কভুনা মাখি।
তবু আবার,       রাজ খাবার,
     মাঝেমাঝেই চাকি।
নিজের ঘড়,     নেইত ঢড়,
     নিজের মত থাকি।
তোদের বাস,     সে সর্বনাশ।
     মড়তে শুধু বাকি।
তবে চড়াই,     সাজে বড়াই,
     তোরাই হোলি হিরো।
একটি দিকে,     মদের থেকে,
     তোরা অনেক বড়।
মদের প্রাণ,     পরের দাণ,
     পরর্নভরে থাকি।
কাকের নিড়ে,     ডিমটি পেরে,
     কাককে দিই ফাকিঁ।
ফোটাব ছানা,     হয়নি জানা,
     চালাকি তাই রাখি।
এদিক দিয়ে,     মোদের চেয়ে,
     সত্তি তোরাই সুখি।
পরের দ্বারা     সাহায্য ছারা,
     বাঁচা মানেই মেকি।
সাহায্য তবু,     করিনা কভু,
    কাউরে নাহি দেখি।
সবাই ভাবে,     কেবলি নেবে,
     নিজে জেননা ঠকি।


===========0==========