সারা ভারত আজ,
সেজেছে রণ সাজ।
               চারিদিকে খালি, ওরে চোরা বালি।
মানুষের হাহাকার।
               সদা ততপর, যাকে পাবি ধর,
জলন্ত বয়লার।
যাকে যে পারে,
দেয় তাতে পুরে,
               স্নেহ মায়া, ছায়া কায়া,
কেহ কোথা নাই।
               গেছে সরম, অর্থ পরম,
শত্রু আপন ভাই।
রক্ত ঢেউ আসে যায়,
যার যায়, করে হায়।
                 মেঘ ভাসে, নীলাকাশে,
নেই তার স্থান।
                 গিজিগিজি শব, শুধু কলরব,
ঘুমানোর ভান।
ধর্ম নিয়ে দন্ধ,
অম্বরে বারুদের গন্ধ,
                   সুজগের পথে, ক্ষমতার রথে,
মন ভোলানো কথা।
                   আশার খাটে, জীবণ কাটে,
অত্যাচারের ব্যথা।
নীড়ের পাখি শান্ত তবু,
উচ্ছস্বরে কহেনা কভু,
                     মুখ বুজে সয়, ধীরে কথা কয়।
জীবণ হয় শেষ।
                     লাল হয় ভূমি, রবে তবু তুমি,
হায়রে ভারত দেশ।


সবাই পাবে, তুমি পাবেনা মুক্তি।
লাভ নেই, দেখিয়না অহেতুক যুক্তি।