আদি থেকে অন্ত,
মাটি থেকে দিগন্ত।
পূর্ব থেকে পশ্চিম,
উওর থেকে দক্ষিণ।
রাম রাবন গান্ধি,
মুক্তি হত্যা বন্ধি।
কি লাভ, এই কথা জেনে।
এখন যেটা আছে,
সেটা থাকবে!
নয়ত যাবে।
এটাই নিই মেনে।
আজ আছি কাল,
নাও থাকতে পারি।
হয়ত ছিলো চক্রধর।
এখন বন্দুকধারি।
নিপীড়ন মহা চতুর,
নিরিহ নিন্দ্রাতুর।
জাগরন অগ্নিশিখা।
জীবনের অন্তিম যবনিকা।
বারবারন্ত,
দুস্কিৃতির আসফোলন।
না পাই দেশ শেবক,
নির্গলন।
কেন কিছু পারিনা করতে,
নিঃচুপ মনো কষ্ঠ।
জন্মভুমি কিসের শাপভ্রষ্ঠ।
বারুদের গোলায়,
মেদিনী ক্ষতবিক্ষত।
লজ্জিত নতশীর,
জীবন জীবন্মৃত।
প্রনয় পাপে ভরা,
ছারায় লজ্জর মাত্রা।
মিছে আশা,সব খোয়ানোর।
বারে অগস্তযাত্রা।
সঘন অর্থনিতি,
বেকারত্বের জালা।
পলিও জুটলেও,
আহার হযনা দুবেলা।
তোষন নীতির,ভারপোষন,
যুগ যুগ ধরে।
সেই মারে, যে মোরগ,
জাগায় যারে ভোরে।
নির্বিকার তবু মোরা,
এ ধরা নিদেনে।
কেবল সুখের ভান,
অলিক স্বপনে।


======]০=========