গেছো বাঁদর বাঁদর নয়,
            হয়েছে সে মানুষ।
তারও মনে ঠাঁই নিয়েছে,
             মান আর হুষ।
জামা কাপর গায়ে দিয়ে,
            অঙ্গ দিচ্ছে ঢাকা।
মুর্খ বাঁদর থাকবেনা আর,
            করছে পড়া লেখা।
কাঁচাগোটা খায়না বাঁদর,
            খায়যে সবি কেটে।
এটাচি নিয়ে যায় অপিস,
            রাস্তা দিয়ে হেঁটে।
চখের পাওয়ার কম হয়াতে,
            পরেছে বাঁদর চশমা।
পায়ে বাটার নতুন জুতো,
            মুখে গানের নগমা।
ভয় পায়না মানুষ দেখে,
            চড়ছে বাসে ট্রামে।
কখনো আবার রড ধরে,
            ঝুলছে ভীষন জ্যামে।
বলার সুযোগ পেয়ে বাঁদর,
            করছে বকর বকর।
অসহ্য হয়ে বলে মানুষ,
            থামরে বুড়ো বাঁদর।
বাঁদরকে যেই বাঁদর বলা,
            বাঁদর গেলো চটে।
দাঁতখিঁচিয়ে লাফিয়ে ঝাপিয়ে,
            কামড়ে দিলো পেটে।
মানুষ হবার জন্যে বাঁদর,
            দেখাক যতই হাবভাব।
বলাতে সে পারবেনাকো,
            পুরানো সেই স্বভাব।


======0=========