পৃথিবীর সব প্রসাদের সেরা আমার রাজপ্রাসাদ।
        এ প্রসাদে আছে প্রকৃতি সকল।
        এ প্রসাদ আমার একারি দখল।
        এ প্রসাদের নীলাকাশি ছাদ।
পৃথিবীর সব প্রসাদের সেরা আমার রাজপ্রাসাদ।
       আমি রাজা,সূর্য মন্ত্রি,চন্দ্র সেনাপতি।
        মোর কথাতেই ওঠে বসে হাওয়া তারার গতি।
        এ প্রসাদের সূর্য, চন্দ্র, তারাই ঝাড়বাতি।
        জোনাকি প্যঁচা দেয় পাহারা প্রাসাদ সারারাতি।
       এই বিশাল প্রাসাদে মোর,নাই কনো বিবাদ।
পৃথিবীর সব প্রাসাদের সেরা আমার রাজপ্রাসাদ।
এ প্রসাদে দোয়েল শ্যামা,
                 এরাই ধরে গান।
নরম ঘাসে শিশির আতর,
                 গালিচা সমান।
মন ময়ুরী পেখম তুলে,
                দেখায় নাচের বাহার।
এ প্রাসাদের নেই দড়জা।
                 খোলা চারিধার।
এ প্রাসাদে বিরাজে আমি,
                 পাই স্বর্গসাদ।
পৃথিবীর সব প্রাসাদের সেরা আমার রাজপ্রাসাদ।
প্রাসাদ পেয়ে শুখি আমি,
                 আর কিছুনা চাই।
তোমরাও এসো এ প্রাসাদে,
                 পেতে একটু ঠাঁই।
এ প্রাসাদে শুধুই যেন,
                 আছে শান্তি ঘিরে।
যে আসবে এ প্রাসাদে,
                 আর যাবেনা ফিরে।
এখানে সবাই মুক্ত,
                 সবাই হলো আজাদ।
পৃথিবীর সব প্রসাদের সেরা আমার রাজপ্রাসাদ।


==========০০==============