মনে রাখার মত এ জীবনে,
কিছুই করে উঠতে পারিনি।
যা সবাইকে বলা যায়।
অথচ ! স্বপ্ন !-----------,
না , আকাশের,
তারা ধরার স্বপ্ন।
দেখিনি কনো দিন।
স্বপ্ন ছিলো--------------,
একটা ভালো চাকরি।
একটা সুন্দর বাড়ি।
আর জীবনের জন্য,
মনের মতো এক প্রেয়সি।
সে অফিস থেকে,
ফেরার সঙ্গে-সঙ্গে,
চায়ের কাপটা, সামনে ধরবে।
আমি দুটি বাহুর মাঝে,
সোহাগের চুম্বন এঁকে দেব।
চায়ের কাপ , সরিয়ে রেখে।
পান করবো , যৌবনের চা।
এ সব কিছুই ঘটেনি।
ঘটেছে ,আমি যা চাইনি।
অকৃপণ হস্তে বিধাতা,
আমায় তাই দিয়েছে।
যা অপরের কাছে,
বলা তো দুরের কথা।
নিজের কছে বলতে ও,
সংকোচ বোধ হয়।
নিজেকে এক এক সময়,
মনে হয় উনুনের ধোয়া।
চোখে যাওয়া মাএ,
জ্বলতে শুরু করে।
তবু আমায়,
বেঁচে থাকতে হবে।
কিছু করতে পারার,
আশা নিয়ে।


===========০=============