চোর পুলিশ খেলার সেই শৈশব আজ আর নেই,
না ছড়িয়েই এখন আমি ভাত মেখে খাই l
চাওয়া-পাওয়ার টানাপোড়েনে বয়স এখন  ত্রিশের কোটায়
যৌবনা এই শহরে আজ নিজেকে আপাত বড় মনে হয়
হঠাৎ করে কেমন যেন বদলে গেলাম আমি
একদিন দেখি নাকের নিচে কালো চুলের চোখ রাঙ্গানি l
এখন আর কেউ বকেনা, করেনা কেউ শাসন,
ঢুলে পড়িনা শীতল পাটিতে সামনে নিয়ে কেরোসিনের লন্ঠন l
কোথায় যেন হারিয়ে গেল 'এন্টেনা' ঘুরিয়ে দুরদর্শন দেখা
দিনরাতের 'স্যাটেলাইট' চ্যানেলের ভীড়ে নিজেকে লাগে বড় একা l
হারিয়ে গেল গুলি,ডান্ডা,লাট্টু, টায়ার আর ঘুড়িটাও
নির্মলতা হারিয়ে ফেলে পেশাদার এখন হাসিটাও l
জীবন যুদ্ধে লড়তে  লড়তে শরীরটাতে বয়স বসিয়েছে থাবা  এখন  কেন আর কেউ বলেনা?--সাবধানে থাকিস বাবা!