আমি প্রয়োজনের তাগিদে বড় হচ্ছিনা
আমি মানুষের অবহেলার তাগিদে বড় হচ্ছি
আমি রাতে ঘুমাতে গেলে একটু হেসে নি
আর ইনসমনিয়া আমার পিছু ছাড়েনা
আমি মানুষের গালিগালাজে লজ্জা পাইনা
বরং নিজের দাড়ি র দিকে তাকিয়ে ভাবি
আচ্ছা আমার দাড়িটা রবীন্দ্রনাথের মত হবে কবে?
আমি রাস্তাঘাট এ থুতু ফেলিনা সেটা গিলে ফেলি
কারন রাস্তাঘাট এর চেয়ে আমার পেট বেশি অপরিস্কার
আমি খারাপ হওয়ার তাগিদে ভাল হচ্ছি
আর ভাল হওয়ার তাগিদে খারাপ হবনা
আমার মস্তিষ্ক দিনে দিনে বিকৃত হয়ে যাচ্ছে
আমি কুকুরের পাশে কুকুর হয়ে বসি
আমি বিড়াল এর মুখে জিব ঢুকিয়ে দেখি
সেখানে কোনো শান্তির আবাস আছে নাকি
আমি পারফিউমের গন্ধে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়াই
আর দেয়ালে ঘুসি মেরে হাত রক্তাক্ত করি
আমি শহরের রাস্তার নিয়ন আলো গিলে খাই
কারন আমি ল্যাম্পপোস্ট এর প্রহরি হতেই চাই
তবু তোমাদের প্রয়োজনের কেউ নই।