নীল আকাশের বুকে সাদা মেঘ বুক
ফুলে নীলকে ডুবিয়ে রেখে
সূর্যের সাথে হয় আড়ি।
তারপরে জল হয়ে পৃথিবীর বুকে
স্নান,মেঘের বিষন্ন হয় মনে।
মন ডাকে কাতরতা বৃষ্টির জলে
আমি মশার গানটা শুনব।
সেই সকাল থেকে সিগারেটের মত
জ্বলছি।ফিল্টারের আশায় আছি।
আর এশট্রে ভর্তি করছি ঘন ফিল্টারে।
জানালার শার্সি লাগিয়ে
দিয়েছি বেশ।
বাইরের ভালোবাসা থাক থাক
খরগোশের পালকে গোপনে।
খুনসুটি হোক তার সাথে,
যন্ত্রণার সাথে রঙ মেখে।
সেই ফাঁকে সারাটা সকাল ভরে
মশার গানটাই শুনব।
মশার গানটা শুনলে
তবেই কি তুমি আসবে?
পেঁজাতুলোর মত মেঘ তুলে,বিমর্ষ
মুখের চাউনি,পিরামিডের স্তব্ধ
ছায়া নিয়ে বিমুগ্ধ হয়ে দাঁড়ানো
সেই তুমি
কোনো এক পৃথিবীর বুকে
অনেকদিন দ্যাখা হয়নি।
তাইতো মশার গানটা শুনছি
কোনো এক অন্ধকার গ্রহে
গ্রহের বাসিন্দা শুধু এই আমি….