আমার কিছু লেখার আছে
আছে কিছু শিখে নেওয়ার
ঘামের গন্ধে শেখা আছে
সভ্যতা যে তারই প্রকাশ
পেটের গল্প নাই বা বলি।
দুশ বছরের ভাঙ্গা দেয়াল
পলেস্তারার খসে পড়া।
শেওলা তারই বন্ধু যে রয়
বন্ধু যে হয় মস গুল্ম ছত্রাক
মাকড়শাও তো জালের পোকা
মানুষগুলো গেলো কোথা?
হয়ত কাঁদে দেয়ালের চোখ
হৈ হুল্লোর গেলো কোথায়?
প্রোমোটার কে দেখলে পড়ে
বৃদ্ধ বাড়ি কান্না করে
বাঁচার যে তার বড্ড ইচ্ছে
চুন সুরকি মায়ার বাঁধন।
ওখান থেকেও শেখার আছে
লেখার যদি থাকে কিছু।
মানুষ কেন অমানুষ হও
হাত পা আছে সীমারেখায়
মনের ভেতর স্বপ্ন আছে
ভাঙ্গা গড়ার নেশা ধরা।
তবুও কেন অমানুষ হও
শিখতে জানো শেখার তরে।
আমারও যে শেখার বাকি
লেখার জন্যে মানুষ খুঁজি
লেখার আছে অনেক কিছু
অনেক কিছু অনেক কিছু।