যে বেশ্যা মন্দিরে ঢুকেছিল
চেয়েছিল ক্ষণকাল শান্তির আশ্রয়
মুছে দিতে চেয়েছিল অভিশপ্ত শরীরের জ্বালা
পায়নি সে আশ্বাসের স্থির-ভূমি কিংবা সান্ত্বনা ।
পূজার প্রদীপ তার নিভে গেছে দমকা হাওয়ায়
পুরোহিতের অশ্লীল ভাষায় ।
পুন্যার্থীর কটাক্ষঘাতে মন তার হয়েছে চঞ্চল
মানুষের অভিশাপ অশ্রুমুখী করেছে নারীকে ।
ভেবেছে সে এ মন্দিরে দেবতা নেই
মানুষের ঘৃণা আর অভিশাপ নিতে শুধু আসা
বেশ্যালয় তবু ভালো ,এত ঘৃণা অভিশাপ নেই এত ক্লেদাক্ত নিরাশা ।


যে দেহ ভাঙ্গেনি তার মানুষের কামনার তীক্ষ্ণ প্রহারে
সেই দেহ মন্দির প্রাঙ্গণে বিষণ্ণ সন্ধ্যায় ভেঙ্গে ভেঙ্গে গেছে বারে বারে ।


**************************************