ফিরে যাবো বলে এসেছি
তবে সবাই যেমন-ভাবে ফিরে যায়
সেরকম শীতে আড়ষ্ট হয়ে কাঁপতে কাঁপতে নয়
সর্বাঙ্গে তাই আগুন জ্বেলেছি
পুড়িয়ে ফেলেছি ধীরে ধীরে ।
বাবা ফিরে গেছে
মা ফিরে গেছে
ফিরে গেছে প্রেমিকা আমার
বাবা, ও বাবা ?
মা,  ও মা ?
মণিমালা , ও মণিমালা ?
কেউ ডাকলে সাড়া দেয় না
কারো কান্না শুনতে পাইনি কখনো
সেরকম শীতে আড়ষ্ট হয়ে কাঁপতে কাঁপতে
ফিরে যেতে আসিনি এখানে ।
মাটি খুঁড়ে দেখে নেব জল
দেখে নেব আকাঙ্ক্ষায় কেন এত ছল
তখন ডাকলে আমার সাড়া পাবে
আগুনের আঁচে আর মাটির গভীরে ।


********************