ক্রন্দন ঈপ্সিত নয় ক্রন্দন আহ্বান নয়
অন্ধকারও আলোক নয় জানি ,
তবু সেই অন্ধকারে আলো দেয় একটি জোনাকি ।
মানুষের হৃদয়ে সুখ তুচ্ছ মনে হলে
সজল বর্ষার মেঘেও দাবদগ্ধ দিনের ব্যগ্রতা
উঁকি দেয় দেহ ও মনের গভীরে ।
সে যদি আছে  কোথায় আছে কোন অন্ধকারে ?
এ জিজ্ঞাসা মানব মনে বিশীর্ণ নদীর মতো বয়ে যায় ,
জলোচ্ছ্বাস কমে এলে  পলিমাটি স্পষ্ট দেখায় ।
বাজাও বাজাও শঙ্খ বিদূরিত হোক সেই হৃদয়ের মরু
বেদনা বিদীর্ণ করে ক্রন্দসীর বুকে বেজে উঠুক নিভৃতে ডম্বরু ।


এখানে আঁধার আজ যদিও ঘনায় দিকে দিকে
তবুও মানুষ আশার আলোক দেখে
জোনাকির নিরুত্তাপ নরম আলোকে ।


*************************************