হে ঈশ্বর , আমাকে মৃত্যুর আগে
হাত দুটি বেঁধে রেখে দিও না মরণ ।
এখনো আমার বুকে গর্ভবতী চাঁদ জেগে আছে
দেখাবে সে একদিন মৃত্যুর জঠর ছিঁড়ে প্রসব বেদনা ।
দেখে যেতে চাই ফুলগুলি ছিঁড়ে দিয়ে বেদনার ভার
কে দেখায় কি দেখায় কোন রূপ অমলিন স্নেহের ছায়ায় ?
সকল বাঁধন খুলে সংসারের অপরূপ রূপের মায়ায় ।
এ  জীবন সমীরণ আঁধারেও বয়ে আনে নূপুরের ধ্বনি
হাতের বাঁধন আছে তবু আমি নীরন্ধ্র রাতের গর্ভে
একা একা মরণের নাগপাশে মুক্তির বার্তা আজো শুনি ।
হে ঈশ্বর , হাতের বাঁধন তুমি খুলে দিয়ে
সর্বাঙ্গে ছিটিয়ে দাও মাধুর্য নির্যাস ,
দেখে যাবো মৃত্যুর আগে ধীর পায়ে মরণ আসে না
নির্নিমেষ চাঁদেও লাগেনি মানুষের কোটি দীর্ঘশ্বাস ।


যদিও চারপাশে ছড়িয়ে আছে মানুষের শব
তবু বড় সাধ জাগে দেখে যেতে চাঁদের প্রসব ।


**************************************