যে প্রজাপতিটি ফুলে বসেছে
সেখানে গিয়ে বুঝতে পারলাম তার ঘুম পেয়েছে
এক অনন্ত ঘুমের খোঁজে সারাদিন ক্লান্ত হয়ে
ফুলে বসে ঘুমোতে চেয়েছে
ভেবেছে ফুলই ঘুম পাড়াতে জানে ।


যে মেয়েটি প্রেমিকের নাম শুনেই ছুটে যেত
আঁচলে থাকতো রজনীগন্ধা উষসী আকাশ
ঠোঁটে লেগে থাকতো চুম্বনের দাগ
মেয়েটি কাছে আসতেই মনে হলো
অনন্ত ঘুমের জন্যে তার প্রেম
এমন দামাল জুতোর শব্দ তুলে হেঁটে যাওয়া ।


যে মানুষটির নাম শুনে সকলে ভয়ে কাঁপতো
যার নামে বাঘ গরু এক ঘাটে জল খেত
লোলচর্ম হয়ে তার ঝিমুনি এসেছে দেখে
বুঝতে পারলাম অনন্ত ঘুম সেও চেয়েছে
পৃথিবীর কর্দমাক্ত পথে হেঁটে হেঁটে
এখন ঘুমটুকুর জন্য দ্বৈপায়ন হ্রদ খুঁজে মরছে ।


আমিও অনন্ত ঘুম চেয়েছি এতকাল
শুধু  চোখে ঘুম নেমে আসার আগে
নিজেকে যেন বুঝতে পারি
জানতে পারি এতদিন বেঁচে থাকা কী নিরর্থক ?
বেঁচে থেকে কাকে আর ফুটন্ত ফুলের সুবাস
দিতে পেরেছি ?


************************