মেরি ও জুনেসের দেহে
বসন্ত এল ঝড়ের  সংকেতে ,
ফাগুনের বিকেল ওদের দেহের গন্ধে
হয়েছিল মদির বিহ্বল ।
প্রখর কামনার বিপ্লবের অভিঘাতে
ঝরে গেল শিমুল পলাশ ।
ঝরে যাওয়ার প্রাক্কালে
বসন্তও জ্বলে উঠেছিল
কাঁটাঝোপের আড়ালে ।
সেখানেই মিলন হল ওদের দেহের
ঝরে গেল বসন্ত এক লহমায় ।
এমনিভাবেই বসন্ত ঝরে যায় অনেকেরই কাছে
দেহের ক্ষুধার মাঝে কেঁদে মরে ।
মায়াবিনী চাঁদ পাশ ফিরে শুয়ে
ঝোপের আড়ালে ।


*****************************