বসন্ত , তুমি ফিরে যাও গোধূলিবেলায়
এখানে মানুষ বড় অসহায়
ক্ষুধার খাবার যারা চায়
চায় নাকো দেহের মদিরা
তাদের মনেও কেন জ্বেলে দাও উদ্ধত কামনা ?
এরপরে গ্রীষ্ম আসবে
সৌন্দর্যের যে নোটিশ সাঁটা ছিল শিমুল পলাশে
পুড়ে যাবে এক লহমায় ।
ঐ যে বিধবা কিংবা ঐ ভিখারিণী
তারা তো চায় না তোমায় ।
তারা খাবার চায়
চায় আজো আগুনের লেলিহান শিখা ।
কোকিলও তোমার দাসী
মিথ্যা কুহকিনী
ঐ ভিখারিণী  
তোমাকে আপন করতে কখনো পারেনি ।


*****************************