বহুদিন হল চাঁদকে ডাকেনি কেউ
মায়ের মুখে শুনিনি
“ আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা ”
বহুদিন হল ।
কেন যে এমন হল কার অভিশাপে
চাঁদ কী তাহলে চাঁদ নেই
আলপনা আঁকেনি আকাশ আর শিশুর কপালে ?
সেও কী ভেসে গেছে নদীবক্ষে
উচ্ছিষ্ট পাতার মতো তট চুমি চুমি ?
যে চাঁদ টিপ দিয়ে যেত
সে আজ পাথর আর খাদের মরুভূমি ।
মানুষের বাঁচার গল্পের কাছে চাঁদ বড় অসহায়
হয়তো বুঝেছে টিপ আর নয়
মানুষের কোথায় সময় ?
ছেলে ভুলানো ছড়াগুলির সাথে
চাঁদ আজ দূরে সরে গেছে ।
বহুদিন হল মা ডাকেনি তাকে
বহুদিন তার বুকে চরকায় কাটেনি সুতো বুড়ি ।


**************************