একথালা ভাত মনে করে মানুষ পৃথিবীতে রেখে যায়
স্নেহে ও শাসনে এক ছলনাময়ী রাত
আমি আজ ছলনাময়ী রাত ছাড়া কিছুই দেখি না ।
প্রেমিক প্রেমিকার গালে এঁকে দেয় যে চুম্বনের দাগ
তা সেই রাতেরই সোহাগ ।
কী করে মানুষ আজো একথালা ভাত মনে করে
সেই রাত গিলে দিতে পারে ?
কেন যে মানুষ ভেসে আসা মহাকালের পদধ্বনি শুনেও শোনে না
আমি তার কিছুই বুঝি না ।
উপদ্রুত জীবনে যখন সেই রাত নেমে আসে
মানুষ তখনো তাকে প্রেম মনে করে নির্বিকার শুয়ে থাকে
দুগ্ধফেননিভ কোমল শয্যায় ,
এভাবেই ভাঙ্গাচোরা দিনগুলি যায় ।


*************************************