এখানে সবাই মৃত
তাহলে কেন আর কুণ্ঠিত শিশুর গালে মিছে চুমু খাওয়া ?
কেন মিছে লক্ষ্মীর আরাধনা ?
এখানে গৃহস্থালি কবেকার যেন মৃত হরিণীর মাংসের মতোই ।
মানুষ খুবই লোভী তাই দেখি
স্তব্ধ হৃদয় অনাঘ্রাত কুসুম ছিঁড়ে ফেলে ।
কেন আর এইসব অহংকারের তীক্ষ্ণ প্রহার ?
চলে যেতে যেতে তবু বুকে হানে
বেদনার জ্যান্ত হাতিয়ার ।
কেন তুমি বাতায়ন পাশে নিশ্চল থেকে
মৃতের হুঙ্কার দেখো ওগো দেবদারু ?
পাহারা দিচ্ছ তুমি শবাধার আকাশের নীলে
দাঁড়িয়ে দেখছ শুধু শব-বাহকের কাঁধে
ভর দিয়ে চিরকাল চলে যায় স্তব্ধ হৃদয়
মিশে যায় সারিবদ্ধ মৃতের মিছিলে ।


*********************************