এখন প্রেম ও দেহ স্পষ্ট করে চিনতেই পারি না ।
এ যুগের সবচেয়ে অন্ধকার পথ ধরে কাল-সন্ধ্যাবেলা
প্রেম ও দেহ পাশাপাশি হেঁটে যায় ।
নিওন আলোর নিচে শোভা পায় পারুল শিমুল
হাত ধরাধরি করে তারা প্রেম ও দেহের লীলা দেখে ।
আত্মমগ্ন প্রেম কিংবা রিরংসায় দেহের উল্লাস
সবই কেমন যেন ঝাপসা হয়ে যায় ।
তবু সেই কাল-সন্ধ্যাবেলা মুহুর্মুহু ভেসে আসে যুগান্ধকারে
প্রেম ও দেহের ছলকানো নিঃশ্বাস ।
তাদের কোথায় শুরু কোথায় হল যে শেষ
এখন আর স্পষ্ট করে বুঝতেই পারি না ।
হয়তো এমনও হতে পারে
আত্মমগ্ন প্রেম আজ মৃতপ্রায় ,
এ যুগের কাল-সন্ধ্যাবেলা প্রেম বুঝি শেষ
দেহের উল্লাস হল শুরু ।


***************************************