এখনো মানুষ নাম কথা কয়
গর্ভবতী নারীর শরীরে
তার স্ফীতোদরে ।
জলধির বুক থেকে উঠে আসা বারুদের গন্ধ মুছে
সেই নাম পৃথিবীতে ভাসে
তমিস্রার দেহ থেকে আলো নিয়ে আসে ।
কারা বলে মানুষ হয়েছে অন্ধ
আঁধারে মগ্ন মানুষের হৃদয়ের তল ?
এখনো মানুষ নাম চঞ্চলা হরিণীর ক্ষিপ্র পায়ে
নিদাঘের বুক চিরে বয়ে আনে বায়ু সুশীতল ।
যে হৃদয় ফলেছিল বহু আগে তা এখনো আছে
দূর আজো দূর ,
রোদ পড়ে গেলে মানুষ আজো মুখর
পড়ে থাকে ঝিঁঝিঁ ডাকা গহন দুপুর ।


******************************