তার সব ভেসে গেছে প্লাবনে প্লাবনে
ঘর দোর ভেঙ্গে গেছে বৈশাখের ঝড়ে
হৃদয়ে হৃৎপিণ্ডে নেই সুর ,
তবুও সে তিমিরবিনাশী হয়ে চলে যেতে চায়
ভুলে গিয়ে ঝিঁঝিঁ ডাকা বিষণ্ণ দুপুর ।


মন তার বারংবার ভেঙ্গে গেছে পথে
সেই দেহে আজ শুধু মরণের বাসা
প্রেমের আগুন তার হয়ে গেছে জল ,
এখনো সে বেঁচে আছে দেখে যাবে বলে
শ্যামল ছায়ার মতো ফুটে আছে জীবনের আশ্চর্য কমল ।


ভুলে গেছে জীবনে কখন পূর্ণিমার চাঁদ জেগেছিল
কবে যেন হেসেছিল মনে নেই তার
দিনগুলি রাতগুলি কেটেছে বিষাদে বড়ই একেলা ,
এখনো  সে বেঁচে আছে দেখে যাবে বলে
জীবনের শেষ হাসি ছিঁড়ে দিয়ে রাতের মেখলা ।


**********************************************