ছেড়ে দেব পথ এ পথে রয়েছে কাঁটা
স্থবির জীবন ,জীবন কাটে না সুখে .
প্রবীণের চোখে পড়েছে এখন কালি
মালা রেখে দেব নবীনের খোলা বুকে ।


সাহসের সাথে যৌবন তুমি এসো
তুলে দেব আমি পথে আছে কাঁটা যত ,
মুছে দাও জরা  জঞ্জাল সব নাশো ,
প্রবীণের দেহ হয়ে গেছে আজ ক্ষত ।


আমরা তো শুধু বাধা দিয়ে যেতে জানি
প্রবীণ মরেছে , মরে গেছে তারা ভবে ,
হাসি নিয়ে এসো নতুনের রঙ মেখে
পরাও নিদাঘে সে মালা সগৌরবে ।


দু হাতে সরিয়ে কালের কুহেলি যত
যুবক যুবতী মালা নিয়ে হাতে এসো ,
ছেড়ে দেব পথ তুলে দেব সব কাঁটা
নতুন আলোতে আজ শুধু তুমি হেসো ।


***********************