যে কাকটি মরে পড়ে আছে রাস্তার ধারে
ঊর্ধ্বমুখে আছে তার ধূসর কঠিন দুটি ঠ্যাং
মুখে আছে কবেকার খড়কুটো দুটি ।
হয়তো সে ফিরে যেতে চেয়েছিল নীড়
এখন রাস্তার ধারে অচল অনড় ।
শুনবে না কোনদিন শাবকের কোমল চিৎকার
মরণের নাগপাশে এখন সে শুধু নির্বিকার ।
কর্কশ স্বরের যত কলঙ্কের বোঝা
বয়ে নিয়ে গেছে নিজ দেহে
মানুষের উপকারী বন্ধু আমার
হয়তো জীবন-যুদ্ধে হয়েছে বিফল ,
কর্দমাক্ত দেহ তার মৃত্যুর প্রাক্কালে
জানিয়ে গেল সূর্যের গায়ে কলঙ্ক দিতে কে কবে হয়েছে সফল ?


******************************************