বিছানায় অন্ধকারে এক একবার তুমি উজ্জীবিত হও ।
ধীর পায়ে কাছে এসে হতাশার অভ্যন্তরে ক্লান্তিকে দুপায়ে মাড়িয়ে
আমার বুকের মাঝে সঞ্চারিত হতে চাও ।
স্বস্তি নামে দেহে মনে কবন্ধ আঁধারে ।
আবার কখনো সন্তানেরে বৃথা তিরস্কার করে
তর্জনী তুলে আমারে শাসিয়ে যেতে দেখেছি তোমায় ।
তোমার পদশব্দে গৃহপালিত কপোত উড়ে যায় ।
প্রেমের প্রদীপখানি এই মনে জ্বেলে
সন্তানের পিঠে করাঘাত করে করে দূরে যেতে দেখেছি কখনো ।
আবার কখনো পরিশ্রান্ত অপার রহস্যময়ী বাহু দুটি
আমাকে জড়িয়ে ধরে স্বস্তি পায় নিশ্ছিদ্র অতল আঁধারে ।
অন্ধকারও অমেয় আকাঙ্ক্ষার স্রোতে
ঈপ্সিত মধুর মনে হয় তারার কম্পন যদি থাকে ।


নিদ্রায় অজান্তেই রেতঃস্খলনের মাঝেও
ক্লান্তি ও স্বস্তি নেমে আসে ।


***********************************