কয়েকটি বছর আমি কাটিয়েছি লাস্যময়ী সুখের সকাশে
বসে বসে কেটে গেছে দিন সে সুখের বুকে
সে তো হায় জরাগ্রস্ত চিরস্থায়ী হলো না কখনো ।
এখন প্রায়শ মনে পড়ে লাস্যময়ী সে সুখের ঘ্রাণ ,
সেই ঘ্রাণে সুনীল আকাশে আজো নির্নিমেষ চাঁদ ডুবে যায় ।
সেই সুখ এতকাল উদঘাটিত করে গেছে অসুখের দেহে
আজ আর অসুখের নিরাময় দেখি না কোথাও ।
কেন আর মিছে করি এ দেহের আলাপন
গোপনে গভীরে আর মানুষে মানুষে ?
কেন আজো কবোষ্ণ সন্ধ্যায় প্রভাতে
সে সুখের হাহাকার শুনি অনিবার ?
এই দেহ এই মন সব বোঝে তবুও বোঝে না ।


**********************************