মরণও হৃদয় নিলো না
মানুষের চোখ দুটি উপড়ে নিয়ে গেল ।
জেনেছে সে অন্ধকারে অন্ধকার নয়
দুর্ভেদ্য নির্মোক
মানুষের এই দুটি চোখ ।
এ হৃদয় নষ্ট শসা পড়ে আছে থাক
খেলতে দিয়ে গেল কিছুদিন
যেমন সাপ খেলে সাপুড়ে খেলায় ,
আজো দেখি আশ্রয়ের খোঁজে কাছে এসে
তীর-বিদ্ধ বিপন্ন সারস উড়ে যায় ।
মরণও জানে মানুষের হৃদয় গভীরে অন্ধকার শুধু
যুগ যুগ ধরে আলোক পড়ে না ,
একথা বুঝেই চোখ দুটি উপড়ে নিয়ে গেল
হৃদয় নিলো না ।


********************************