আমি
তোমাকে সারারাত ধ্বংস করে দিতে চেয়েছি
চেয়েছি কেটে দিতে মূল
কেটে দিতে সব ডালপালা
রেখে যেতে দুটি স্তনে দংশনের জ্বালা ।


তুমি
এলে একাকিনী পৌষের আশ্চর্য আঁধারে
হৃদয়রহিত কোন আলোকের বুক চিরে
এলোচুলে  অন্ধকার  দ্বারে
মনে হলো তুমিতো আসোনি কখনো
কিংবা এসে চলে গেছো জানতে পারিনি !


বুঝিয়ে দিয়ে গেলে
আমি ধ্বংস করার আগেই
তুমি নিজেই নিজেকে ধ্বংস করে দিয়েছ কখন।