কী করে সর্বহারা লোকটার এত স্পর্ধা হলো ?
আমার সুখকে অগ্রাহ্য  করে নির্দ্বিধায় সুখী বলে গেলো?
নিঃস্ব  তাই এত শক্তি লুকানো তার বুকের ভিতর
হয়তো দেখেনি সে বৈভবের অট্টহাসি শুকনো বালুচর ।
সচ্ছলতা চারপাশে মানুষ তবুও নিষ্ঠুর
লোকটি দেখেনি আজও নারীদের স্তব্ধ চিকুর ।
দারিদ্র্যের বুকে দেখি উজ্জ্বল হয়েছে মুখ তার
দুর্বাসার ক্রোধ ভেবে অপরের কটূক্তিকেও করে নমস্কার ।


সকল সুখের উৎস পেল সে কেমন করে এখনও জানি না
নিঃস্বতার স্পর্ধা তার সহজে  করেছে স্তব্ধ
বৈভবের লোলুপ রসনা ।


*************************************